উইন্ডোজ ১০-এ অ্যালার্ম এবং ক্লক অপশন ব্যবহার করে কম্পিউটারেই অ্যালার্ম ঘড়ির সুবিধা পাবেন। কাজ করার পাশাপাশি লক করা অবস্থায় নির্দিষ্ট সময় পর পর কম্পিউটারে অ্যালার্ম বাজবে। তবে স্লিপমোডে বা বন্ধ থাকলে অ্যালার্ম কাজ করবে না। নির্দিষ্ট সময় পর পর অ্যালার্ম বাজলে একটি পপআপ বার্তা আসবে সেখানে স্নুজ এবং ডিসমিস বাটন চেপে অ্যালার্ম বন্ধ করা যাবে।
অ্যালার্ম চালু করতে কম্পিউটারের স্টার্ট মেনু বা টাস্কবারে অ্যালার্ম অ্যান্ড ক্লক লিখে সার্চ করলেই অ্যালার্ম অপশন দেখা যাবে। এবার বাঁ পাশের অ্যালার্ম মেনুতে ক্লিক করে সময় নির্ধারণের পর অ্যাড অন অ্যালার্ম বাটন চাপতে হবে। অ্যালার্মের সময়ের ছোট করে একটা বর্ণনা দিতে পারবেন নিচের বক্সে। অ্যালার্মটি যদি পুনরায় চান তাহলে রিপিট অ্যালার্ম-এর পাশের টিক চিহ্ন দিতে হবে। সেই সঙ্গে সপ্তাহের কোন কোন দিন এটি বাজবে, তা–ও নির্বাচন করতে পারবেন।
বিজ্ঞাপন
ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে এবং ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি ক্লাসে অংশ নিতে আজই রেজিষ্ট্রেশন করুন আমাদের ফ্রি ক্লসে প্রতিদিন রাত ৮:০০ টায় |
মিউজিক আইকন থেকে অ্যালার্মের জন্য শব্দও নির্বাচন করা যাবে। এ ছাড়া চাইলে কতক্ষণ পরপর এটিকে বাজাতে চান (স্নুজিং টাইম) তাও ঠিক করা যাবে। সব তথ্য দেওয়া হলে সেভ বাটনে ক্লিক করতে হবে।
0 Comments