উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ছবি : সংগৃহীত |
ডাক ও টেলিযোগাযোযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ কাজে ব্যর্থ হলে তাঁদের জন্য ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকা কঠিন হবে। শিক্ষার্থীদের আগামী দিনের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। আজ রোববার বেসরকারি বিশ্ববিদ্য়ালয় আইইউবিএটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে এবং ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি ক্লাসে অংশ নিতে আজই রেজিষ্ট্রেশন করুন আমাদের ফ্রি ক্লসে প্রতিদিন রাত ৮:০০ টায় |
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার আরও বলেন, বাংলাদেশ ডিজিটাল শিল্পবিপ্লবের মাধ্যমে উন্নয়নের সব সূচকে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। আমাদের শিক্ষার্থীরা মেধাবী ও সৃজনশীল। বিশাল এ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে না পারলে কঠিন সংকট দেখা দেবে। এই সংকটের দায় আমাদেরই নিতে হবে। শিক্ষার ডিজিটাল রূপান্তরের মাধ্যমে এই দায় থেকে মুক্ত হওয়া সম্ভব। এরই মধ্যে বাংলাদেশ ফাইভ-জি প্রযুক্তি যুগে প্রবেশ করেছে। এই প্রযুক্তি কাজে লাগানোর মাধ্যমে শিল্পক্ষেত্রের পাশাপাশি কৃষিতে বিস্ময়কর রূপান্তর সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল রব।
0 Comments