Header Ads Widget

Responsive Advertisement

এবার ইনস্টাগ্রামে দেখা যাবে সময় ব্যয় করার পরিসংখ্যান

 


বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের কাছে ইনস্টাগ্রাম খুবই জনপ্রিয়। এই প্লাটফর্মে একসঙ্গে লাইভ করার সুযোগ, স্টোরি শেয়ারের সুযোগ, রিল ক্রিয়েটের সুযোগসহ রয়েছে চ্যাট করার সুযোগও। সুতরাং একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে কীভাবে দীর্ঘ সময় এখানে আটকে রাখা যায় তা সব সুযোগই এখানে যুক্ত করা হয়েছে। ফলে একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে প্রবেশ করলে ঠিক কতক্ষণ সময় ধরে এটি ব্যবহার করে থাকেন তা হয়তো ব্যবহারকারী নিজেও জানে না। 


তবে এবার একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে কত ঘণ্টা সময় ব্যয় করে তা জানার সুযোগ দিচ্ছে অ্যাপসটি। একজন ব্যবহারকারী এক সপ্তাহে কত ঘণ্টা করে ইনস্টাগ্রাম ব্যবহার করেন সেটিও জানা যাবে। 

যেভাবে জানবেন-

১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম ওপেন করুন
২. প্রোফাইল পিকচারের ওপর ট্যাপ করুন 
৩. মেনু ট্যাবে ক্লিক করুন
৪. Activity তে ক্লিক করুন, এরপর Time এ ক্লিক করুন। 

তাহলেই দেখতে পাবেন গত এক সপ্তাহে কতঘণ্টায় ইনস্টাগ্রাম ব্যয় করেছেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস 


Post a Comment

0 Comments