উইন্ডোজ ১১ সিস্টেম ছবি : স্ক্রিনশট |
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম চলা কম্পিউটারের আলো কি স্বয়ংক্রিয়ভাবে বেড়ে বা কমে যাচ্ছে? ব্যবহারকারীর অবস্থানের আশপাশে থাকা আলোর ওপর নির্ভর করে স্ক্রিনের আলো নিজ থেকেই স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে বা বাড়িয়ে দেয় উইন্ডোজ ১১। তবে চাইলেই ফিচারটি বন্ধ রাখা যায়। এ জন্য উইন্ডোজ কি এবং আই একসঙ্গে চেপে সেটিংসে প্রবেশ করুন। এবার সেটিংসের বাঁ দিকে থাকা সিস্টেম অপশনে ক্লিক করে সিস্টেম ক্যাটাগরির পেজ চালু করতে হবে। এবার ডান পাশে থাকা ডিসপ্লে অপশনে ক্লিক করে ডিসপ্লে পেজ খুলতে হবে। এরপর ব্রাইটনেস অ্যান্ড কালারের ডান দিকের অ্যারোতে ক্লিক করলেই ব্রাইটনেস নিয়ন্ত্রণের অপশন চালু হবে। এখানে হেল্প ইমপ্রুভ ব্যাটারি বাই অপ্টিমাইজিং দ্য কনটেন্ট শোন অ্যান্ড ব্রাইটনেস অপশনের বাঁ দিকে থাকা টিকচিহ্নটি তুলে দিন। যদি চেঞ্জ ব্রাইটনেস অটোমেটিক্যালি হোয়েন লাইটিং চেঞ্জেস অপশনটি দেখতে পান, তাহলে এটিরও বাঁ দিকে থাকা টিকচিহ্নটি তুলে দিতে হবে।
0 Comments