সাইবার হামলা থেকে গুগল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে অবশ্যই ‘টু স্টেপ ভেরিফিকেশন’ নামের নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করা উচিত। এ জন্য প্রথমে গুগল বা জিমেইল প্রবেশ করে ডান পাশে থাকা আপনার অ্যাকাউন্টের ওপর ক্লিক করে ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘সিকিউরিটি’তে ক্লিক করে ‘সাইনিং ইন টু গুগল’ অপশন নির্বাচন করতে হবে। এবার ‘টু স্টেপ ভেরিফিকেশন’ নির্বাচনের পর ‘গেট স্টার্টেড’ ক্লিক করে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে মুঠোফোনের নম্বর দিতে হবে। এবার মুঠোফোনে আসা কোড লিখে ‘নেক্সট’ চাপ দিয়ে ‘টার্ন অন’ অপশন নির্বাচন করলেই নিরাপত্তা ফিচারটি চালু হয়ে যাবে।
0 Comments